Health Tips - ফাস্টফুড ডেকে আনছে ডায়বেটিস
Health Tips - ফাস্টফুড ডেকে আনছে ডায়বেটিস |
ফাস্টফুডের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডায়াবেটিস বা বহুমূত্র রোগের ঝুঁকি আশংকাজনকভাবে বাড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া ও ভিয়েতনামের বিজ্ঞানীদের এক যৌথ এক জরিপে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে।
জরিপে বলা হয়, ভিয়েনামের হো চি মিন সিটিতে ১১ শতাংশ মহিলা এবং ১২ শতাংশ পুরুষের টাইপ-টু ডায়াবেটিস রয়েছে। অথচ, তারা ব বিষয়ে কিছুই জানেন না। আর হো চি মিন সিটিতে ডায়াবেটিস ধরা পড়েছে এমন মানুষ রয়েছে ৪ শতাংশ।
অস্ট্রেলিয়ার গারভান ইনস্টিটিউট অব মেডিক্যাল রিসার্চের বিজ্ঞানীরা মনে করছেন, জীবন-প্রণালী পরিবর্তন এবং ফাস্ট ফুড খাওয়ার ফলে ডায়বেটিস আশংকাজনক হারে বাড়ছে।
বাংলাদেশেও এখন ব্যাপকভাবে ডায়াবেটিস দেখা দিতে শুরু করেছে। বাংলাদেশের ডায়বেটিক হাসপাতাল বা বারডেমের অধ্যাপক ডা. তোফায়েল আহমেদ বলেছেন, ২০২৫ সালে কি পরিমাণ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন সে বিষয়ে ২০০০ সালে বাংলাদেশে ভবিষ্যতবাণী করা হয়েছিলো।
দুর্ভাগ্যজনক হলো ২০১০ সালের মধ্যেই বাংলাদেশে সে পরিমাণ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যার ছয় শতাংশের বেশি ডায়াবেটিসে ভুগছে। অন্যদের তুলনায় ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির হৃৎরোগ বা হার্ট অ্যাটাকের আশংকা থাকে ৪ গুণ বেশি।
ফাস্টফুড কালচার ত্যাগ করার সময় চলে এসেছে। বিশেষ করে শিশুরা যাতে এই ফাস্টফুড কালচারে আকৃষ্ট না হতে পারে, সেই ব্যাপারে কর্তব্য নির্ধারণে পরিবারসমূহের ভূমিকা বড় হয়ে দেখা দিয়েছে।
No comments:
Post a Comment