Health Tips - Soft Drinks increases the risk of asthma

Health Tips - Soft Drinks increases the risk of asthma
Health Tips
Health Tips - Soft Drinks increases the risk of
asthma

অতিরিক্ত কোমল পানীয় পানে বাড়তে পারে অ্যাজমার ঝুঁকি। সম্প্রতি এক গবেষণার পর এমনটাই জানালেন ইউনিভার্সিটি অফ অ্যাডেলেইডের একদল গবেষক।


এই গবেষণার প্রধান জুমিন শি জানান, তারা ২০০৮ সাল থেকে অ্যাজমা নিয়ে গবেষণা শুরু করেন। তারা এ পর্যন্ত ১৬ বছর ও তার বেশি ১৬ হাজার ৯০৭ জন অস্ট্রেলিয়ানের ওপর একটি জরিপ চালায়। যাতে দেখা যায়, অ্যাজমা আক্রান্ত অস্ট্রেলিয়ানরা প্রতিদিন আধা লিটারের বেশি কোমল পানীয় পান করে। আর যারা তুলনামূলকভাবে কম কোমল পানীয় করে অ্যাজমা তাদের ধারে কাছেও আসতে পরেনি।
জুমিন শি বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল সুস্থ জীবনযাপন এবং পরিমিত আহারের পরও মানুষও কেন অ্যাজমার মতো রোগে আক্রান্ত হয় তা খতিয়ে দেখা। আমরা গবেষণার মাধ্যমে জেনেছি ধূমপান বা অ্যালকোহল আসক্ত না হয়েও, মানুষ অ্যাজমার শিকার হচ্ছে। যারা নিয়মতান্ত্রিক জীবনযাপন করছে তারা আক্রান্ত অ্যাজমায়। এর কারণ হলো অতিরিক্ত কোমল পানীয় পান করা।”

জুমান শি ও তার গবেষক দলের এই প্রতিবেদনটি ‘রেসপিরোলজি’ জার্নালে প্রকাশিত হয়েছে।

No comments:

Post a Comment